
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে:পররাষ্ট্রমন্ত্রী|
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে সাবধান থাকতে হবে। মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে।
আজ রোববার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস সিলেট জেলা, বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা অল্প অল্প করে ড্রাগ এডিক্টেড হয়ে যায়। মাদকাশক্ত ছেলে-মেয়েরা পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের শাসনে রাখতে হবে, যাতে তারা মাদকাসক্ত না হয়ে পড়ে।
মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট