
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে জাকারিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের হাওলিয়া ব্রীজ সংলগ্ন একটি পুকুর থেকে মেশিন দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান। জাকারিয়া আলী বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান জানান, অবৈধভাবে মাটি ও বালি আহরণকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে মাটি ও বালি আহরণকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট