০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“মারজুক রাসেলের ফেসবুক গায়েব”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মারজুক রাসেলের ফেসবুক গায়েব|

মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিলেন। ফলে এই প্ল্যাটফরমে তাকে অনুসরণ করতে শুরু করেন লাখ লাখ অনুসারী।

সম্প্রতি আকস্মিকভাবে মারজুক রাসেলের অ্যাকাউন্টটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়।

এ বিষয়ে মারজুক রাসেল বলেন, `মূলত একাধিক রিপোর্ট পড়ায় অ্যাকাউন্টটি বাদ হয়ে গেছে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেইজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।’

মারজুক রাসেল গীতিকার তুমুল জনপ্রিয় গান লিখে গেছেন। আসিফের ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’ ‘ও আমার পাগলা ঘোড়ারে’, জেমসের গাওয়া `তেরো নদী সাত সমুদ্দুর’, ‘হাউজি’, ‘মীরাবাঈ’,‘আমি ভাসবো যে জলে’, মান্নান মিয়ার `তিতাস মলম’ হাবিব ও ন্যান্সির ‘বাহির বলে দূরে থাকুক, এসব জনপ্রিয় গানগুলো মারজুক রাসেলের লেখা।

‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৪ সালে মারজুক রাসেল অভিনয়ে অভিষিক্ত হন। তার প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

জনপ্রিয়

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-১

error: Content is protected !!

“মারজুক রাসেলের ফেসবুক গায়েব”

আপডেট : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মারজুক রাসেলের ফেসবুক গায়েব|

মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিলেন। ফলে এই প্ল্যাটফরমে তাকে অনুসরণ করতে শুরু করেন লাখ লাখ অনুসারী।

সম্প্রতি আকস্মিকভাবে মারজুক রাসেলের অ্যাকাউন্টটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়।

এ বিষয়ে মারজুক রাসেল বলেন, `মূলত একাধিক রিপোর্ট পড়ায় অ্যাকাউন্টটি বাদ হয়ে গেছে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেইজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।’

মারজুক রাসেল গীতিকার তুমুল জনপ্রিয় গান লিখে গেছেন। আসিফের ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’ ‘ও আমার পাগলা ঘোড়ারে’, জেমসের গাওয়া `তেরো নদী সাত সমুদ্দুর’, ‘হাউজি’, ‘মীরাবাঈ’,‘আমি ভাসবো যে জলে’, মান্নান মিয়ার `তিতাস মলম’ হাবিব ও ন্যান্সির ‘বাহির বলে দূরে থাকুক, এসব জনপ্রিয় গানগুলো মারজুক রাসেলের লেখা।

‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৪ সালে মারজুক রাসেল অভিনয়ে অভিষিক্ত হন। তার প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box