মিরপুর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মিরপুর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭১ বার পড়া হয়েছে

মিরপুর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ব্রাক্ষণবাীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন মিরপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় জিপি এ-৫ প্রাপ্ত মেধা শিক্ষা বৃত্তি ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ থেকে দিনব্যাপী অত্র বিদ্যালয় মাঠে অত্র এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও জিপি এ-৫ প্রাপ্ত মেধা শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
মিরপুর উচ্চ বিদ্যালয়ে , হাজী খলিলুর রহমান ফাউন্ডেশন ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলীমের যৌথ পূর্বের ঘোষিত ঘোষনা অনুযায়ী, প্রতিবছরের নেই এবারও এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে মেধা শিক্ষা বৃত্তি নগদ অর্থ প্রদান করেন ।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শাহিন মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বৃত্তিদাতা মোঃ আব্দুল আলিম, দাতা সদস্য মোঃ আব্দুর রউফ, মিরপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও বৃত্তিদাতা , নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল আলম সোহরাফ , নুরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ কমিটির সদস্য হুসাইন আহমেদ খোকন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শফিকুর রহমান বাবুল, মোঃ আনিস সরকার, সাবেক মেম্বার মোঃ আবুল কালাম সহ- উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণ ।
উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের কে, অনুষ্ঠান শেষে বিজয়ী পুরস্কার তুলে দেন সকল অতিথীগণ ।