১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের ধন্যবাদ দিলেন মির্জা আজম”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের ধন্যবাদ দিলেন মির্জা আজম|

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন।

১৪ বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমিয়ে গিয়েছিলেন। বিএনপি নেতারা বলেছেন- ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে এবং ১১ ডিসেম্বর নাকি তারেক জিয়া বঙ্গভবনে যাবেন ক্ষমতা দখল করতে! এই কথা বলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি বিএনপির মহাসচিবকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে ও মাঠে রয়েছেন।

বুধবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছিল এবং ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল; ১৯৭১ সালের সেই পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ দিয়েছে। প্রকাশ্যে ষড়যন্ত্রের হুমকি দিয়েছে। তাদের প্রতিরোধ করতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, শাহাবুদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতারা আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফসার উদ্দিন সরকারের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলামের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

error: Content is protected !!

“মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের ধন্যবাদ দিলেন মির্জা আজম”

আপডেট : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের ধন্যবাদ দিলেন মির্জা আজম|

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন।

১৪ বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমিয়ে গিয়েছিলেন। বিএনপি নেতারা বলেছেন- ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে এবং ১১ ডিসেম্বর নাকি তারেক জিয়া বঙ্গভবনে যাবেন ক্ষমতা দখল করতে! এই কথা বলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি বিএনপির মহাসচিবকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে ও মাঠে রয়েছেন।

বুধবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছিল এবং ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল; ১৯৭১ সালের সেই পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ দিয়েছে। প্রকাশ্যে ষড়যন্ত্রের হুমকি দিয়েছে। তাদের প্রতিরোধ করতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, শাহাবুদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতারা আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফসার উদ্দিন সরকারের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলামের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box