
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার নির্বাচিত।
সোমবার (১৩ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অভিন্ন মানদন্ডে আসামী গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভায় জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন থানার অভিসার বৃন্দ উপস্থিত ছিলেন।