
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান’র জন্মদিন উপলক্ষে শুক্রবার মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় বাদ জুম’আ আলোচনা, দোয়া ও প্রায় দুই শতাধিক এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি ব্যবসায়ী মো: বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ্দিন সদস্য এ্যাডভোকেট হাফিজ মাওলানা আলিম উদ্দিনসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। দোয়া পরিচলনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ। পরে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনস্থ মরহুমের কবর জিয়ারত করেন স্মৃতি পরিষদের সদস্যরা।