মৌলভীবাজার পুলিশ সুপারসহ দুই ওসি বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন
- প্রকাশের সময় : ০৫:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবছরে ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পদক) পদকপ্রাপ্ত মনোনিত হলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপারসহ দুই থানার ওসি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার)।
তাছাড়াও পিপিএম পদকে ভূষিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে এম নজরুল ও কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
জানা যায়, চলতি মাসের আগামী ২৮ তারিখ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।
দেশপ্রেম ও সৎ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পদক) পদক দেয়া হয়ে থাকে।