
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র সিহাম সাধনার একমাস পেরিয়ে শুক্রবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডস্থ ‘আহমেদ শাবিস্তা’ নামক বাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন, আলহাজ্ব মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
নামাজে মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল, ঢাকা, নবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ মুসল্লীরা অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও উন্নতির জন্য দোয়া করা হয়। মৌলভীবাজারে এই স্থানে চলতি বছর সহ এখানে ১৮তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানান।
Facebook Comments Box