
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রনির সঙ্গে সারা জীবন বন্ধুর মতো সম্পর্ক থাকবে:নুসরাত|
বাগদান সেরেছিলেন আড়াই বছর আগে। সবাই আশায় ছিলেন শিগগিরই এক ছাদের নিচে উঠবেন নুসরাত-রনি। সে আশা আর পূরণ হলো কই?
বাগদানের আড়াই বছর পর জানালেন বিয়েটা আর করছেন না চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর পারিবারিক আয়োজনে ২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার।
এর মধ্যে দুবার বিয়ের তারিখ নির্ধারণ করেও সেটা হয়নি। অবশেষে নিজেই জানিয়েছেন, রনিকে বিয়ে করছেন না ফারিয়া।
কারণ হিসাবে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে যে হারে বিয়ে বিচ্ছেদ হচ্ছে তা নিয়ে শঙ্কিত তিনি। তাই আপাতত বিয়ে করা থেকে বিরত থাকছেন। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক নয়
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট