ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান নবীনগরে বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত তিতুমীর কলেজস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক তাইজুল, সদস্য সচিব জুয়েল মনোহরদীতে প্রবাসীর অর্থ আত্মসাতকারীর বিচারের দাবিতে মানববন্ধন নবীনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মান্নানের মতবিনিময় নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের নবীনগর থানা প্রেসক্লাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডঃ আব্দুল্লাহ আল বাকীর মতবিনিময় ৪ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ ট্রাক আটক নবীনগরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লাউয়াছড়া গহীন অরণ্যে হারিয়ে যাওয়া দুই তরুণ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১৩৯ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই তরুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে দুই তরুণ।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই তরুণকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লোকজন। সোমবার বেলা দেড়টার দিকে তাঁরা লাউয়াছড়ায় হারিয়ে যান। পরে রাত সাড়ে আটটায় তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তরুণেরা হলেন শাহজাব বিন আজমত (২৫) ও ইয়ালিদ উদ জামান (২৫)। তাঁরা দু’জনেই ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ইয়ালিদ উদ জামান বলেন, ‘আমরা গত রোববার শ্রীমঙ্গল ঘুরতে আসি। আজ (সোমবার) সন্ধ্যায় আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। আজ দুপুরে আমরা লাউয়াছড়ায় ঘুরতে যাই। লাউয়াছড়ার ভেতরে যাওয়ার পর হঠাৎ আমরা রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়ার ভেতরে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল না। আমরা হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠি। সেখান থেকে আমার বাড়িতে ফোন করি। আমার বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। সেখানে বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে যায় চারপাশ। ভয় করছিল, কোনো প্রাণী আবার আক্রমণ করে বসে কি না! পরে রাত সাড়ে আটটার দিকে অনেক কষ্টে আমরা পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই। বন থেকে আমাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে ট্যুরিস্ট পুলিশ।
লাউয়াছড়ার ট্যুর গাইড মো. শাহীন বলেন, ‘আমরা দুই তরুণের হারিয়ে যাওয়ার খবর শুনে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। বনের ভেতরে তাঁদের নাম ধরে ডাকাডাকি করেছি। বাঁশি বাজিয়েছি। অনেক খোঁজার পর তাঁদের পাই। আমরা বারবার পর্যটকদের বলি, তাঁরা যেন গাইড ছাড়া গভীর বনে না যান। তবুও কিছু পর্যটক সেটি মানেন না।’
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘৯৯৯ থেকে বিকেল ৫ টায় আমাদের ফোন করে জানানো হয়, বনের ভেতরে ঘুরতে গিয়ে দুই তরুণ হারিয়ে গেছে। পরে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যায়। সেখানে ট্যুরিস্ট গাইড, কমলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় দোকানদার ও লাউয়াছড়ার নিরাপত্তাকর্মীসহ স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে বনে তাঁদের খোঁজাখুঁজি শুরু করা হয়। অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮ টার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসি। পরে তাদের হোটেলে পৌঁছে দিয়েছি।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়া গহীন অরণ্যে হারিয়ে যাওয়া দুই তরুণ উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই তরুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে দুই তরুণ।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই তরুণকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লোকজন। সোমবার বেলা দেড়টার দিকে তাঁরা লাউয়াছড়ায় হারিয়ে যান। পরে রাত সাড়ে আটটায় তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তরুণেরা হলেন শাহজাব বিন আজমত (২৫) ও ইয়ালিদ উদ জামান (২৫)। তাঁরা দু’জনেই ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ইয়ালিদ উদ জামান বলেন, ‘আমরা গত রোববার শ্রীমঙ্গল ঘুরতে আসি। আজ (সোমবার) সন্ধ্যায় আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। আজ দুপুরে আমরা লাউয়াছড়ায় ঘুরতে যাই। লাউয়াছড়ার ভেতরে যাওয়ার পর হঠাৎ আমরা রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়ার ভেতরে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল না। আমরা হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠি। সেখান থেকে আমার বাড়িতে ফোন করি। আমার বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। সেখানে বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে যায় চারপাশ। ভয় করছিল, কোনো প্রাণী আবার আক্রমণ করে বসে কি না! পরে রাত সাড়ে আটটার দিকে অনেক কষ্টে আমরা পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই। বন থেকে আমাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে ট্যুরিস্ট পুলিশ।
লাউয়াছড়ার ট্যুর গাইড মো. শাহীন বলেন, ‘আমরা দুই তরুণের হারিয়ে যাওয়ার খবর শুনে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। বনের ভেতরে তাঁদের নাম ধরে ডাকাডাকি করেছি। বাঁশি বাজিয়েছি। অনেক খোঁজার পর তাঁদের পাই। আমরা বারবার পর্যটকদের বলি, তাঁরা যেন গাইড ছাড়া গভীর বনে না যান। তবুও কিছু পর্যটক সেটি মানেন না।’
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘৯৯৯ থেকে বিকেল ৫ টায় আমাদের ফোন করে জানানো হয়, বনের ভেতরে ঘুরতে গিয়ে দুই তরুণ হারিয়ে গেছে। পরে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যায়। সেখানে ট্যুরিস্ট গাইড, কমলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় দোকানদার ও লাউয়াছড়ার নিরাপত্তাকর্মীসহ স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে বনে তাঁদের খোঁজাখুঁজি শুরু করা হয়। অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮ টার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসি। পরে তাদের হোটেলে পৌঁছে দিয়েছি।’