শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের শাহাদাত বার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৭:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ২১৬ বার পড়া হয়েছে
মো. আলমগীর হোসেন, নবীনগর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকারের ৫২তম শাহাদাত দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের বাম পাশে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকারের শহীদ সমাধিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয়স্থ সার্জেন্ট মুজিবুর রহমান অডিটরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদ ভ্রাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ারুল হক সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম শাহন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকার, ইব্রাহীমপুর মাদ্রাসার প্রীন্সিপাল এনামুল হক কতুবি, নবীনগর গাউছিয়া খানকা শরিফের প্রতিষ্ঠাতা হাজী মো. খলিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, আওয়ামী লীগ নেতা হাজী খাইরুল আমিন, যুবলীগ সভাপতি সামস আলম।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস প্রমুখ। শহীদ আব্দুস সালামের আত্ম ত্যাগ, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম নিয়ে আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের (১৩ ডিসেম্বর) আজকের এই দিনটিতে উপজেলার কনিকাড়া গ্রামের সরকার বাড়ির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। তাঁর নামে নবীনগর সদরের প্রধান একটি রাস্তা ” সালাম রোড” নামে নামকরণ করা হয়েছে।
স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।