
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কমঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় পি’ষ্ট হয়ে এক পথচারী নি’হত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে প্রায় এক ঘন্টা হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
বুধবার (০১ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা থেকে নেমে হান্নান মিয়া (২৫) নামে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চা’পা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মা”রা যান। নিহত ব্যক্তি হলেন মোঃ হান্নান মিয়া তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিনচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ম’র’দেহ উদ্ধার করে নিয়ে আসছি। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক্টর কে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট