
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমান দোকানে(ভ্যান গাড়ী)পাওয়া গেল চলতি শিক্ষাবর্ষের সরকারি প্রাইমারী স্কুলের বিভিন্ন শ্রেণীর ৭০ কেজি নতুন বই।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
সুত্র জানায়, উপজেলার কদমতলী রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি ধরে ৭০ কেজি বই ১হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙ্গারী ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং ষ্টেশনের বিপরীতে একটি পাইকারী ভাঙ্গারী দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ম-৫ম শ্রেণীর বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও ভাঙ্গারী ব্যবসায়ীকে ইউএনও কার্যালয়ে ডেকে এনে এই বিষয়ে জানার চেষ্টা করা হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট