শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকছুদুল, সম্পাদক অলিউল্লাহ
- প্রকাশের সময় : ০৬:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ২০৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিবপুর ইউনিয়নে দীর্ঘ প্রায় এক দশক সময় পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মিরপুরের মোঃ মাকছুদুল হক সরকার’কে সভাপতি ও ওয়ারুখের মোঃ অলিউল্লাহ নয়ন’কে সম্পাদক করা হয়। গত বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টায় নবীনগর উপজেলা জাতিয়তাবাদী ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয় এর স্বাক্ষর সম্বলিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করেন।কমিটি ঘোষনার পরে এলাকায় বিএনপি’র সমর্থিত লোকজন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দদেরকে স্বাগত জানান। আওয়ামিলীগ ক্ষমতায় আসার পরে এলাকায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম তেমন একটা চোখে না পড়লেও ছাত্রদলের কমিটি ঘোষণার পর এলাকায় বিএনপি সমর্থিত লোকজনের কাছে এক উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে নতুন কমিটির হাতে-হাত মিলিয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতৃবৃন্দের কাছে।
নবগঠিত কমিটির সভাপতি মাকসুদুল হক তার অনুভূতি প্রকাশ করে প্রতিদিনের পোস্টকে বলেন,”নবীনগর উপজেলা বিএনপি কান্ডারী নাজমুল হাসান তাপস সহ উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ সহ বর্তমান আহবায়ক, সদস্য সচিব, সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এ প্রাপ্তিতে সে তার নিজ গ্রামের মানুষের ভালবাসায় উৎসর্গ করেন। দেশ ও দেশের বাহির থেকে যারা উৎসাহ দিচ্ছেন সাহস যুগিয়েছেন তাদের প্রতি ও কৃতজ্ঞতা জানান।
সাধারণ সম্পাদক অলিউল্লাহ উপজেলা নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করব।
গতকাল বুধবার রাতে কমিটি ঘোষণার পর নতুন কমিটিতে স্থান পাওয়া সকলের প্রতি আস্থা আছে বলে তৃণমূল নেতৃবৃন্দ জানান এবং তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তবে নতুন কমিটিতে পদবঞ্চিতরা এই কমিটিকে প্রত্যাখ্যান করে সমাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করতেও দেখা যায় এবং সংবাদ সম্মেলন করেন।
এদিকে কমিটি ঘোষণা করার ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ বলেন, শিবপুরের কমিটি আমাদের উপজেলা বিএনপি’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্থানীয় বিএনপির কাছে আমি অনুরুধ করব নবনির্বাচিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের প্রতি আস্থা রাখার জন্য। আগমামী নির্বাচনে দলকে জয়ের জন্য তাদের সাথে ভূমিকা রাখার আহবান করছি।
উল্লেখ্য মোঃ মাকছুূুল হক সরকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাষ্টার্স শেষ করে অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মোঃ অলিউল্লাহ নয়ন নবীনগর সরকারি কলেজ থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।