ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে নাশকতার প্রস্তুতিকালে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ২২৭ বার পড়া হয়েছে
print news

শেরপুরে জামায়াত ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

তারা হলেন- সদর উপজেলার দিঘারপাড় এলাকার মৃ,ত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬০), মধ্যকুমড়ীর মৃ’ত ইদ্রিস আলীর ছেলে হাসেম আলী (৪১) ও বালিয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মাহমুদুল হাসান মিলন (২৪)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও হাসেম জামায়াতের জেলা কমিটির সদস্য। মিলন জেলা ছাত্র শিবিরের সদস্য।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকায় না”শক”তামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বি;’স্ফো”রক দ্রব্য আইনে মামলা করে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রিমান্ডের আবেদনসহ গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

শেরপুরে নাশকতার প্রস্তুতিকালে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
print news

শেরপুরে জামায়াত ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

তারা হলেন- সদর উপজেলার দিঘারপাড় এলাকার মৃ,ত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬০), মধ্যকুমড়ীর মৃ’ত ইদ্রিস আলীর ছেলে হাসেম আলী (৪১) ও বালিয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মাহমুদুল হাসান মিলন (২৪)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও হাসেম জামায়াতের জেলা কমিটির সদস্য। মিলন জেলা ছাত্র শিবিরের সদস্য।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকায় না”শক”তামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বি;’স্ফো”রক দ্রব্য আইনে মামলা করে।

0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U
0pgwf5U

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রিমান্ডের আবেদনসহ গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।