শ্রীমঙ্গলে আহতবস্থায় বনবিড়াল উদ্ধার

- প্রকাশের সময় : ০৫:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ৮৭ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে একটি বন বিড়ালটি আহত হয়। পরে আহত অবস্থায় বন বিড়ালটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (৬ই জুলাই) দিনে শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আ/এ থেকে আহত অবস্থায় বন বিড়ালটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে বন বিড়ালটি আহত হয়। পরবর্তীতে ওই এলাকার রুবেল মিয়া নামের একজন বিড়ালটিকে মাটিতে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। আমরা বন বিড়ালটি উদ্ধার করি।
উদ্ধার করা বন বিড়ালটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জার শহিদুল ইসলাম জানান, আহত বন বিড়ালটি চিকিৎসাস্তায় আছে, তাকে চিকিৎসার পর সুস্থ হয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।