ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / ৮০ বার পড়া হয়েছে
print news

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. রকিব উদ্দিন (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই হেলাল উদ্দিন (৪০)।

শুক্রবার (১২ই জুলাই) আনুমানিক সকাল ১০টায় সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিন্দুরখান ইউনিয়নের কুনাগাও গ্রামের বুরকনি সরদারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল তেলিআব্দা গ্রামের আজিম উদ্দিনের সাথে। শুক্রবার সকালে কুনাগাও গ্রামের নিজের জায়গাতে ট্রাক্টর দিয়ে হাল চড়াতে যান দুই ভাই । এ সময় বুরকনি সরদারের ছেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়, এক পর্যায়ে ফিকল দিয়ে ঘা দিলে ঘটনাস্থলে নিহত হন রকিব উদ্দিন। গুরুতর আহত হন হেলাল উদ্দিন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন ও তার ভাই হেলালের অবস্থা সংকটাপন্ন দেখে, তার শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় গুরুতর জখম ছিল তাই উন্নত চিকিৎসার জন্য প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মো. রকিব উদ্দিন পেশায় একজন এডভোকেট বলে স্থানীয় সূত্রে জানায়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হয় তারা ঘটনার সত্যতা তুলে ধরেন। মৃত রকিববের বৃদ্ধ পিতার আহাজারিতে এবং বিলাপ করতে থাকেন তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান চলছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আটক করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

প্রকাশের সময় : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
print news

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. রকিব উদ্দিন (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই হেলাল উদ্দিন (৪০)।

শুক্রবার (১২ই জুলাই) আনুমানিক সকাল ১০টায় সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিন্দুরখান ইউনিয়নের কুনাগাও গ্রামের বুরকনি সরদারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল তেলিআব্দা গ্রামের আজিম উদ্দিনের সাথে। শুক্রবার সকালে কুনাগাও গ্রামের নিজের জায়গাতে ট্রাক্টর দিয়ে হাল চড়াতে যান দুই ভাই । এ সময় বুরকনি সরদারের ছেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়, এক পর্যায়ে ফিকল দিয়ে ঘা দিলে ঘটনাস্থলে নিহত হন রকিব উদ্দিন। গুরুতর আহত হন হেলাল উদ্দিন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন ও তার ভাই হেলালের অবস্থা সংকটাপন্ন দেখে, তার শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় গুরুতর জখম ছিল তাই উন্নত চিকিৎসার জন্য প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মো. রকিব উদ্দিন পেশায় একজন এডভোকেট বলে স্থানীয় সূত্রে জানায়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হয় তারা ঘটনার সত্যতা তুলে ধরেন। মৃত রকিববের বৃদ্ধ পিতার আহাজারিতে এবং বিলাপ করতে থাকেন তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান চলছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আটক করা হয়েছে।