শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস পালিত ।
- প্রকাশের সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৪৫ বার পড়া হয়েছে
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস ২০২৩ পালন করা হয়েছে। শ্রীমঙ্গলে এবছর বীমা কার্যক্রমের দায়িত্ব পেয়ে ব্যতিক্রম দ্বারার বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।
আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১ মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
সন্ধানী লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মহসিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া,বায়রা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড ইনচার্জ নাজমুল ইসলাম,ফারইস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ জমসেদ আহমেদ, জেনিথ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ মনির মিয়া, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ সাজ্জাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন চার্টার লাইফ ইন্সুইরেন্স প্রতিনিধি সহ ভিবিন্ন লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি প্রমুখ।