“সকাল থেকে সড়ক পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে আ.লীগ”
- প্রকাশের সময় : ০৭:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সকাল থেকে সড়ক পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে আ.লীগ|
বিএনপি যেন কোনো সহিংসতা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই দলীয় নির্দেশ মেনে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
রাজধানীর প্রতিটি থানা ওয়ার্ড এমনকি গলির মুখে ও অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ মোর গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান চোখে পড়ার মতো৷
কেন্দ্রীয় আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের এই অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিও ব্যাপক।
অবস্থান কর্মসূচির পাশাপাশি নিজ নিজ থানা ওয়ার্ড ইউনিট এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধুর সৈনিক লীগ ও মৎস্য জীবী লীগের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। কেউ কেউ শোডাউন করছেন পায়ে হেঁটে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ মোড়, ধানমণ্ডি ১৫ নম্বর, ধানমন্ডি সাত মসজিদ রোডে এ বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। অনেকে অবস্থান নিয়েছেন ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে।
অবস্থান না নিলেও সড়কে শোডাউন দিচ্ছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিউ মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশমুখেই অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট