সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসি চেয়ে নবীনগরে মানববন্ধন
- প্রকাশের সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৩৪ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
শুক্রবার বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, স্টার টিভির পরিচালক শাহিন রেজা টিটু, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিটন দাস, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, সাধারণ সম্পাদক কয়েছ আহম্মেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি পান্না, যুগান্তর উপজেলা প্রতিনিধি সাফিউল আলম, বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক শিরোমনির প্রতিনিধি শেখ মিহাদ বাবু প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক গোলাম রুহানি সহ ইতোপূর্বে সকল সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্যের বক্তব্যের পর তিন দিন কালো ব্যাজ ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।