
নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার তামাক কান্দা গ্রামের সোনিয়া মঞ্জিলে ১৬ই আগস্ট বুধবার বিকেলে মনোহরদী-বেলাব উপজেলা, মনোহরদী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল। আরো উপস্থিত ছিলেন মনোহরদী-বেলাব উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময় প্রধান অতিথির সংক্ষিপ্ত আলোচনা শেষে দুইটি উপজেলার বিএনপি নেতা কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box