০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশ : ১১:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টা ও বিকেল সাড়ে ৪টার দিকে আলাদা আলাদা স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বিষয়টি নিশ্চিত করেন।
বজ্রপাতে মৃত শিশুদের হচ্ছে- জৈন্তাপুর উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮), মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) ও উপজেলার বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেক গ্রামে বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে একসাথে দু’জন বজ্রপাতের কবলে পড়ে নাঈম আহমদ ও আঞ্জুমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার মিল সংলগ্ন স্থানে বজ্রপাতের কবলে পড়ে ইমন আহমেদ। তাকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি ঘটনার পর পর সরেজমিনে তাদের বাড়িতে গিয়েছি। পরিবারের সদস্যদের শান্তনা দেওয়ার চেষ্টা করেছি। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে আমি বিসনাটেক গ্রামের মৃত দুই শিশুর পরিবারকে নগদ ২০ হাজার করে ৪০ হাজার টাকা সহায়তা করেছি। পরে বিকেলে বাংলাবাজার গ্রামে মারা যাওয়া শিশুটির পরিবারকেও ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয়

মনোহরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

প্রকাশ : ১১:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টা ও বিকেল সাড়ে ৪টার দিকে আলাদা আলাদা স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বিষয়টি নিশ্চিত করেন।
বজ্রপাতে মৃত শিশুদের হচ্ছে- জৈন্তাপুর উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮), মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) ও উপজেলার বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেক গ্রামে বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে একসাথে দু’জন বজ্রপাতের কবলে পড়ে নাঈম আহমদ ও আঞ্জুমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার মিল সংলগ্ন স্থানে বজ্রপাতের কবলে পড়ে ইমন আহমেদ। তাকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি ঘটনার পর পর সরেজমিনে তাদের বাড়িতে গিয়েছি। পরিবারের সদস্যদের শান্তনা দেওয়ার চেষ্টা করেছি। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে আমি বিসনাটেক গ্রামের মৃত দুই শিশুর পরিবারকে নগদ ২০ হাজার করে ৪০ হাজার টাকা সহায়তা করেছি। পরে বিকেলে বাংলাবাজার গ্রামে মারা যাওয়া শিশুটির পরিবারকেও ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
Facebook Comments Box