১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

“সেমির আগেই পুরস্কার পেলেন ফ্রান্স কোচ”

  • রিপু
  • প্রকাশ : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সেমির আগেই পুরস্কার পেলেন ফ্রান্স কোচ|

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দলকে এই জায়গায় তোলার পুরস্কার পেলেন কোচ দিদিয়ের দেশম। আগামী ২০২৪ সালের ইউরো পর্যন্ত তিনিই ফরাসিদের কোচ থাকছেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমনটি জানিয়েছে।

দেশম ১৯৯৮ ঘরের মাঠে বিশ্বকাপে ফ্রান্সকে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোচ হিসেবেও ছুঁয়েছেন বিশ্বসেরার ট্রফি। ১০ বছরের বেশি সময় ধরে তিনি কোচের ভূমিকায় রয়েছেন।

গতকাল ম্যাচ শেষে দেশম বলেছিলেন, ‘প্রেসিডেন্টের নির্ধারণ করে দেওয়া লক্ষ্য অর্জনের ব্যাপারটা অসাধারণ। তিনি অনেক খুশি এবং আমার ধারণা ফ্রান্সের অনেক মানুষই খুশি। তবে আমি বেশি খুশি আজকের অর্জনটা নিয়ে। আরও একবার আমরা বিশের সেরা চারটি দলের মধ্যে জায়গা করে নিয়েছি।’

দলের একাধিক খেলোয়াড় চোটে আক্রান্ত থাকলেও সেমিফাইনালে উঠে গেছে তার দল। ফলে পরবর্তী ইউরো পর্যন্ত কোচের দায়িত্বটা নিজের করে নিলেন ৫৪ বছর বয়সী এ কোচ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box

“সেমির আগেই পুরস্কার পেলেন ফ্রান্স কোচ”

প্রকাশ : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সেমির আগেই পুরস্কার পেলেন ফ্রান্স কোচ|

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দলকে এই জায়গায় তোলার পুরস্কার পেলেন কোচ দিদিয়ের দেশম। আগামী ২০২৪ সালের ইউরো পর্যন্ত তিনিই ফরাসিদের কোচ থাকছেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমনটি জানিয়েছে।

দেশম ১৯৯৮ ঘরের মাঠে বিশ্বকাপে ফ্রান্সকে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোচ হিসেবেও ছুঁয়েছেন বিশ্বসেরার ট্রফি। ১০ বছরের বেশি সময় ধরে তিনি কোচের ভূমিকায় রয়েছেন।

গতকাল ম্যাচ শেষে দেশম বলেছিলেন, ‘প্রেসিডেন্টের নির্ধারণ করে দেওয়া লক্ষ্য অর্জনের ব্যাপারটা অসাধারণ। তিনি অনেক খুশি এবং আমার ধারণা ফ্রান্সের অনেক মানুষই খুশি। তবে আমি বেশি খুশি আজকের অর্জনটা নিয়ে। আরও একবার আমরা বিশের সেরা চারটি দলের মধ্যে জায়গা করে নিয়েছি।’

দলের একাধিক খেলোয়াড় চোটে আক্রান্ত থাকলেও সেমিফাইনালে উঠে গেছে তার দল। ফলে পরবর্তী ইউরো পর্যন্ত কোচের দায়িত্বটা নিজের করে নিলেন ৫৪ বছর বয়সী এ কোচ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box