
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
চায়ের রাজ্যে মৌলভীবাজারের কৃতি সন্তান সেই ছোট্ট জুয়েল হাঁটি পা পা করে এগিয়ে আজ যৌবনে পা রেখেছে। যখন থেকে বুঝতে শিখেছে ক্ষুধা, দুঃখ, কষ্ট তখন থেকেই শুরু হয় একটু একটু করে পারিবারিক ভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে জনসেবামূলক কাজে বাঁধা হীন ছুটে চলা অপরের দুঃখে এগিয়ে যাওয়া নিজেকে অপরের দুঃখের সাথে নিজেকে মেলে ধরা। সে আর কেউ নন বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, গরীব দুঃখী মেহেনতি মানুষের পাশে থাকা বন্ধুত্বের মত দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এতটুকুন কৃপনতা করেনি কখনো সে এক নির্ভীক বলিষ্ঠ্য কন্ঠস্বর, সকলের হৃদয়ের স্পন্দন, প্রানের প্রিয় মেহনতি মানুষের আইকন শেখ জুয়েল আহমেদ ফারহান এর আজ জন্মদিন। শেখ জুয়েল আহমদ দেশের ও প্রবাস,কাছে দূরে সর্বস্তরের আপামর জনসাধারণের নিকট দোয়া কামনা করেন। আগামীদিন গুলোতে যেন গরীব দুঃখী মজলুম মানুষের পাশে থেকে নিজেকে মেলে ধরতে পারেন। শেখ জুয়েল আহমদ ফারহান এর ফেইসবুক খুরে দেখা মেলে অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের ভালোলাগা মানুষটির জন্য এই বিশেষ দিনে একটি লেখা চোখে পড়ার মতো” শুভ জন্মদিন” শুভ জন্মদিন”শুভ জন্মদিন” শুভকামনা ও অভিনন্দন।