হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ
- প্রকাশের সময় : ১১:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৮৩ বার পড়া হয়েছে
তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর ও পাওয়া গেছে। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
শনিবার (৬ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতেজানা যায়, রাত ৮টার দিকে প্রথমে শায়েস্তানগর এলাকায় হঠাৎ কয়েকজন যুবক একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরপর সবুজবাগ, নজির মার্কেট, সওদাগর, পইল সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর থানার ওসি জানান, যে কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সেলিম জানান, শহরে আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশের একটি সাজানো নাটক এটি। আমি মনে করি, বিএনপির ওপর হামলার অভিযোগ আনার জন্য এটি একটি ষড়যন্ত্র। এত নিরাপত্তার মধ্যে বিএনপি কেমনে এগুলো করবে বলেও প্রশ্ন রাখেন তিনি।