হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন
- প্রকাশের সময় : ০২:০০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪ বার পড়া হয়েছে
পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট:
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আয়োজনে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি কমিটি গঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল।
এর আগে গত শনিবার লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির হাতীবান্ধার অস্থায়ী কার্যালয় রিপোর্টার্স ইউনিটিকে গতিশীল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জিটিভির লালমনিহাট জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল। ওই সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ঢাকার প্রতিনিধি আনোয়ার শাহাদাত রিপন পাটোয়ারীকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি জান্নাতুল নাঈমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান-বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউজবিজয়ের সম্পাদক সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সাজুসহ স্থানীয় সাংবাদিকেরা।
নবগঠিত হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনোয়ারার সাদাত রিপন পাটোয়ারী বলেন, স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক এই কমিটি ঘোষণা করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি প্রান্তিক মানুষের কথা তুলে ধরবে।