হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: এম এ মান্নান

- প্রকাশের সময় : ০৭:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা’র শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিত আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান। তিনি বলেন, বিগত ১৭ বছরে যারা আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, তাদের নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। আইনের মাধ্যমে তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা।
এসময় তিনি আরো বলেন, শ্যামগ্রাম ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। বিগত সময়ে নদী ভাঙন এর ফলে বাড়িঘর ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। আগামীতে আমি এমপি হলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষসহ আপনাদের জীবনমানের উন্নয়নে কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক নাইলা ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ধন মিয়া প্রমুখ।