ঢাকা , মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

print news
134

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় বক্তারা প্রেসক্লাবের চার দশকের পথযাত্রা, স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের ভূমিকা তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খন্দকার আইটির কর্ণধার ও নবীনগর প্রেসক্লাবের সদস্য দৈনিক সময়ের আলোচ্যানেল এস প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
print news
134

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় বক্তারা প্রেসক্লাবের চার দশকের পথযাত্রা, স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের ভূমিকা তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খন্দকার আইটির কর্ণধার ও নবীনগর প্রেসক্লাবের সদস্য দৈনিক সময়ের আলোচ্যানেল এস প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।