ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাজলিয়া থেকে পরিত্যাক্ত ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণের সময় স্থানীয় এলাকাবাসী এসব গুলি দেখতে পান। পরে প্রশাসন কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন।
স্থানীয় এক বাসীন্দা বলেন, ১৯৭১সালে মুক্তি যুদ্ধের সময় এখানে মুক্তি যোদ্ধাদের আস্তানা ছিল, তারা মনে হয় গুলি গুলো এখানে রেখে গেছেন।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোঃ কামাল বলেন, উপজেলা কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণ করার সময় ৬৮ টি রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা ধারনা করছেন গুলি গুলো যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রেখে গেছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫