ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের তালা ভেঙে চোরচক্র লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, দুদিন ছুটির পর আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে যাই।
গিয়েই প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন ক্লাসরুম তছনছ অবস্থায় দেখতে পাই। তিনি বলেন, 'মনে হচ্ছে, দুর্বৃত্তরা (চোরের দল) বিদ্যালয়ের দোতলা দিয়ে প্রথমে স্কুলে ঢোকে।
এরপর বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন শ্রেণি কক্ষ থেকে মোট ৭টি ফ্যান, ২৫ জোড়া বেঞ্চ (লোহার পরিত্যাক্ত) সৌর বিদ্যুতের প্যানেল, রাউটার, বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ
লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি ওসি সাহেবকে জানানোর পর তিনি স্কুলে সকালেই পুলিশ পাঠিয়েছেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, 'ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিদ্যালয়টিতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫