ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী পিস্তলসহ নরসিংদীর এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কেদারখোলা গ্রাম থেকে মামুন (২৭) নামের ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ আগস্ট) সকালে অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবক পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের বরকত উল্লাহর ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম প্রতিদিনের পোস্টকে বলেন, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে অপরিচিত এক যুবকের অস্বাভাবিক ঘুরাফেরা সন্দেহ হলে স্থানীয় এলাকাবাসী নবীনগর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কেদারখোলা গ্রামের নদীর পাড় থেকে পিস্তলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নবীনগর থানায় একটি মামলা করা হয়েছে, আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫