ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে আলিয়াবাদ গোল চত্ত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় মিলিত হয়।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য আসনের মতো ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট এম এ মান্নানকে ঘোষণা করেন।
ঘোষণাটির পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন রাজু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল একরাম, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবদল নেতা রাজু খান প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫