নবীনগরে যুবকের রহস্যজনক মৃতু। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবকের রহস্যজনক ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দড়িশ্রীরামপুর দক্ষীনপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির পাশে, মসজিদের পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত যুবকের নাম সাগর মিয়া(২৩)। তার পিতার নাম ফজলু মিয়া।
নিহতের ফুফাতো ভাই বাহার উদ্দিন রুবেল জানান, সোমবার রাতে গনিশাহ ওরুশ শরিফে ঘুরতে গিয়েছিল সাগর মিয়া। পরে মঙ্গলবার সকালে তার বাড়ির সামনে মসজিদের পাশে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার এসআই রামকানাই জানান, সাগর মিয়া কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তার গলায় শীতে ব্যবহৃত (মাফলার) দিয়ে ফাঁস লাগানো অবস্থায়ই ছিল এবং তার পা মাটিতে লেগেছিল তবে মানুষ ফাঁসিতে মারা গেলে বডি লম্বা হয়ে মাটিতে লাগতে পারে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারলাম সাগর মিয়া অত্যন্ত ভালো ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।ঘটনার তদন্ত চলছে, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫