ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা সদরের দাতঁমন্ডল গ্রামে অভিযানের মাধ্যমে নকল সার জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামে অভিযান চালিয়ে ৪৯ ব্যাগ নকল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় দোকানের মালিক কে উপস্থিত না পেয়ে সার ও কীটনাশক বিক্রেতা আসামি কানন(৩২) পিতা- মৃত সিদ্দিকুর রহমান কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারা লঙ্গনের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকালে দাঁতমন্ডল বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তার প্রসিকিউশন ম্যাজিষ্ট্রেট কাজি রবিউস সারোয়ার। তিনি জানান, দাতঁমন্ডল বাজারের একটি দোকানে ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ সময় দাঁতমন্ডল বাজারের ব্যবসায়ী আল কাওছার এর দোকান থেকে ৪৯ ব্যাগ নকল ডিএপি সার জব্দ করা হয়। এ সময় উপস্থিত সকল মানুষের সামনে জব্দ করা নকল সার নষ্ট করা হয়।
এ অভিযানকালে উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রাণী দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ইমেইল : protidinerpost@gmail.com, মোবাইল : ০১৭১১-৮৭২৩৩৫