
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বন্ধু যখন শত্রু|
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। এই দুই দলের দুই তারকা হলেন কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি।
ফ্রান্সের এমবাপ্পে ও মরক্কোর হাকিমি ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলতে গিয়ে দুজনের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। আজ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে সেই দুই বন্ধুকে দাঁড় করিয়ে দিয়েছে বিপক্ষ শিবিরে।
সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপে বলেন, ‘মরক্কোর বিপক্ষে লড়াইয়ে আমাকে আমার বন্ধুকে শেষ করে দিতে হবে।’
এমবাপ্পের এমন মন্তব্যের পর মরক্কোর হাকিমি হাসিমুখে বলেন, ‘আমি তোমাকে কিক মারতে যাচ্ছি।’
কোয়ার্টারফাইনালে মরক্কোর জয়ের পর হাকিমিকে অভিনন্দন জানিয়ে দুটি টুইট করেন এমবাপ্পে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট