
বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বেআইনি ভাবে ভারতের মধ্যে প্রবেশ করে ৯, জন, বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে পুরুষ, ৬, জন, এবং নারী ৩, জন।
ধৃত ব্যক্তিরা কাজের সন্ধানে সূদুর বাংলাদেশের সাতক্ষীরা থেকে কলেবেরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে উত্তর চব্বিশ পরগনা জেলা হয়ে হাওড়া স্টেশন চলে আসেন। কিন্তু তাদের হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ধরে ভারতের ব্যাঙ্গালোর যাওয়ার সময় কলকাতা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। মোট, ৯, জনকে।
ধৃতদের মধ্যে একজন দালাল রয়েছে। আজ ধৃত ব্যক্তিদের কলকাতার একটি আদালতে তোলা হবে। সাথে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতবাসের সালে যোগাযোগ করা হয়েছে।
Facebook Comments Box