
তানভীর আহমেদ, প্রতিদিনের পোস্ট || মনোহরদীতে হয়ে গেল সফর আলী ফকিরের ৮৩ তম মেলা।
নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের পীরে কামেল শাহ্ সুফী হরযত সফর আলী ফকিরের ৮৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ জানুয়ারি সোমবার রাতে ওরস, দোয়া, মিলাদ মাহফিল ও মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে মজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বাউল গান। কৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগ সদস্য মোঃ আসাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম (সোহেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম অষ্টগ্রাম-কিশোরগঞ্জ, আরো উপস্থিত ছিলেন মোঃ হারুন মিয়া সদস্য ৩ নং ওয়ার্ড কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ও কৃষ্ণপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বিতীয় পর্বে সারারাত ব্যাপ বাউল গান পরিবেশন করেন হ্যাপী সরকার ও লাভলী দেওয়ান।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট