
ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || ধুনটে সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ।
বগুড়ার ধুনটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ই জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালি গ্রামে সামাজিক সংগঠন `ভোরের আলো’ ক্লাবের উদ্দ্যেগে শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অত্র ক্লাবের সভাপতি সুলতান হোসাইনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি আবদুল মজিদ প্রাং।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের সহসভাপতি শামীম হোসেন, শাহাদৎ হোসেন, কোষাধক্য আবু তালহা জোবায়ের, ক্রিড়া বিষয়ক সম্পাদক সুজন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজু, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মনির, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন,সহ সদস্য মকবুল প্রাং, আবু বক্কর প্রাং, শহিদ, হোসেন আলী, শাহাআলী প্রাং, জহুরুল প্রাং, আঃ হামিদ প্রাং, জুবায়ের সুলতান সদস্য, এস এন নাহিদ হাসান , আনারুল হক ,জাহিদ খান ও আব্দুল্লাহ প্রমুখ।