
মনোহরদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারী সোমবার দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে উপজেলার অটোরিকশা চালক ও মালিকরা অংশ নেন। সভায় চালকরা অটোরিকশা ছিনতাই, চুরিসহ বিভিন্ন ঘটনার বিবরণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর মো. মাসুদ রানা, সাংবাদিক মুহা. ইসমাইল হোসাইন খান, মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম।
এ সময় অপরিচিত রাস্তায় ভাড়া যাওয়া, চেতনানাশক খাবার খাওয়ানো, উদ্দেশ্যহীনভাবে সারাদিনের জন্য ভাড়ায় যাওয়া, মাদক ও নারীর প্রলোভন, বেশি ভাড়ার প্রলোভনে প্রলুব্ধ করাসহ বিভিন্ন ঝুঁকি ও কৌশল নিয়ে চালকদের জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন বলেন, সম্প্রতি একের পর এক ব্যাটারিচালিত রিকশা চুরি ও ছিনতাই হচ্ছে। চালকদের জীবনও হুমকির মুখে পড়ছে। পুলিশের পক্ষ থেকে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
সেই সঙ্গে চালকদের সতর্ক থেকে রিকশা চালানোর পাশাপাশি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলা হয়। এ ছাড়া কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করার নির্দেশ দেয়া হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট