(function(w,q){w[q]=w[q]||[];w[q].push(["_mgc.load"])})(window,"_mgq");

গাজীপুরের কালীগঞ্জে ০১ মাদক সেবীকে ০৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । শনিবার (২৪ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিনবাগ এলাকায় ভ্রাম্যমান আদালতের   মাদকবিরোধী অভিযানে মোহাম্মদ আজিজুল ইসলাম নামের মাদক সেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের কারাদণ্ড দেয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে । অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সরওয়ার লিমা । অভিযানকালে বেঞ্চ সহকারীর হিসেবে ছিলেন মো: আল আমিন ।