(function(w,q){w[q]=w[q]||[];w[q].push(["_mgc.load"])})(window,"_mgq");

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফীর গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ জানুয়ারি) সকালে নবীনগর পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও রিকশা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান, এনসিপি নবীনগর উপজেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর সেক্রেটারি মো: সাইফুর রহমান বাশার, এনসিপি নেতা আক্তার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর উপজেলা শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আবুল বাশার, মোশাররফ মৃধা, শফিকুল ইসলাম, কামরুল হাসান সহ ১০ দলীয় জোটের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় আমজাদ হোসেন আশরাফী বলেন, “স্বাধীনতার পর নবীনগরে আমিই একমাত্র আলেম প্রার্থী। এই প্রথম নবীনগরবাসী কোনো আলেমকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আমার কোনো টাকা-পয়সা নেই। একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে শুধু আমি নয়, এ দেশের আলেম, মাওলানা ও মুফতিরাই বিজয়ী হবে। আমি অবৈধ টাকা দেব না এবং ইনশাআল্লাহ নির্বাচিত হলেও কোনো অবৈধ টাকা গ্রহণ করব না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিকশা মার্কায় ভোট দিন।”