ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরের শিবপুর এ আর ফ্যামিলী শপে ঈদ উপলক্ষে ১০% ছাড় ও আজীবন মেম্বারশিপ অফার

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে
print news

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারে শহিদ মেম্বার মার্কেটে নতুন আঙ্গিকে নতুন সব কালেকশন নিয়ে আরো বড় পরিসরে এ আর ফ্যামিলী শপে ঈদ উপলক্ষে ১০০০ টাকার কেনাকাটায় ১০% ডিসকাউন্টের সাথে আজীবনের জন্য মেম্বারশিপ অফার চলছে।

এ আর ফ্যামিলী শপে পাওয়া যাচ্ছে মহিলা এবং ছোট মেযেদের জন্য আধুনিক ডিজাইনের ফ্যাশন জুয়েলারি, ব্যাগ, জুতো, পার্টি ড্রেস, পার্টি বোরকা সহ সকল প্রকার গার্মেন্টস সামগ্রী।

IMG 0470

এছাড়াও পুরুষ এবং ছোট ছেলেদের জন্য পাচ্ছেন জুতো, মানিব্যাগ, শার্ট, প্যান্ট, এবং পাঞ্জাবি সহ আরো অনেক কালেকশন।

 

IMG 0469

ক্রেতারা বলেন, আগে কেনাকাটা করতে জেলা সদর ও উপজেলা সদরে যেতে হতো, এখন আমাদের হাতের নাগালে শিবপুর বাজারে এ আর ফ্যামিলী শপ হওয়াতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র এক জায়গাতেই পাচ্ছি।

 

IMG 0472

AR Family Shop-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল ইসলাম প্রতিদিনের পোস্টকে বলেন, আমাদের এলাকার যারা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ দুরদুরান্ত থেকে শপিং করেন, উনাদের সবার কথা চিন্তা করেই আমরা ব্যাতিক্রম একটি শোরুম এখানে গড়ে তুলেছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রডাক্ট আমরা রাখছি।যারা ফ্যামিলি নিয়ে শপিং করে তাদের কথা চিন্তা করে আমরা ছেলেদের জন্য আলাদা একটি গ্যালারি করে দিয়েছি। এতে করে আলাদা আলাদা গ্যালারিতে ছেলে মেয়েরা কেনাকাটা করতে পারবেন। আমরা চাই এলাকার কাস্টমার দূরে না গিয়ে এলাকা থেকেই ভালো কিছু কিনুক, আর সেই আশা নিয়েই এ আর ফ্যামিলী শপ সেজেছে নতুন রুপে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরের শিবপুর এ আর ফ্যামিলী শপে ঈদ উপলক্ষে ১০% ছাড় ও আজীবন মেম্বারশিপ অফার

প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
print news

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারে শহিদ মেম্বার মার্কেটে নতুন আঙ্গিকে নতুন সব কালেকশন নিয়ে আরো বড় পরিসরে এ আর ফ্যামিলী শপে ঈদ উপলক্ষে ১০০০ টাকার কেনাকাটায় ১০% ডিসকাউন্টের সাথে আজীবনের জন্য মেম্বারশিপ অফার চলছে।

এ আর ফ্যামিলী শপে পাওয়া যাচ্ছে মহিলা এবং ছোট মেযেদের জন্য আধুনিক ডিজাইনের ফ্যাশন জুয়েলারি, ব্যাগ, জুতো, পার্টি ড্রেস, পার্টি বোরকা সহ সকল প্রকার গার্মেন্টস সামগ্রী।

IMG 0470

এছাড়াও পুরুষ এবং ছোট ছেলেদের জন্য পাচ্ছেন জুতো, মানিব্যাগ, শার্ট, প্যান্ট, এবং পাঞ্জাবি সহ আরো অনেক কালেকশন।

 

IMG 0469

ক্রেতারা বলেন, আগে কেনাকাটা করতে জেলা সদর ও উপজেলা সদরে যেতে হতো, এখন আমাদের হাতের নাগালে শিবপুর বাজারে এ আর ফ্যামিলী শপ হওয়াতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র এক জায়গাতেই পাচ্ছি।

 

IMG 0472

AR Family Shop-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল ইসলাম প্রতিদিনের পোস্টকে বলেন, আমাদের এলাকার যারা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ দুরদুরান্ত থেকে শপিং করেন, উনাদের সবার কথা চিন্তা করেই আমরা ব্যাতিক্রম একটি শোরুম এখানে গড়ে তুলেছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রডাক্ট আমরা রাখছি।যারা ফ্যামিলি নিয়ে শপিং করে তাদের কথা চিন্তা করে আমরা ছেলেদের জন্য আলাদা একটি গ্যালারি করে দিয়েছি। এতে করে আলাদা আলাদা গ্যালারিতে ছেলে মেয়েরা কেনাকাটা করতে পারবেন। আমরা চাই এলাকার কাস্টমার দূরে না গিয়ে এলাকা থেকেই ভালো কিছু কিনুক, আর সেই আশা নিয়েই এ আর ফ্যামিলী শপ সেজেছে নতুন রুপে।