নবীনগরে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

- প্রকাশের সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৮৬ বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার মালাই মধ্য পূর্ব পাড়া চার রাস্তার মোড়ে মালাই গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজ সেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজ সেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, নবীনগর উপজেলার মধ্যে মালাই একটি ঐতিহ্যবাহী গ্রাম। সম্প্রতি একটি কুচক্রী মহল অজ্ঞাত আইডি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদান করে গ্রামে একটা অস্থিরতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, অজ্ঞাত ফেইসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ গ্রামের সম্মানহানি হচ্ছে। ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি করেছেন। গ্রামের শান্তি-শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেইক ফেইসবুক আইডি পরিচালনাকারীকে সনাক্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনতে এ ব্যাপারে বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।