বরিশালের মেয়ে বড়লেখায় উদ্ধার;আটক-১
- প্রকাশের সময় : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে

বরিশালের মেয়ে বড়লেখায় উদ্ধার; আটক-১
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার (১৪ই নভেম্বর) গভীর রাতে এই অভিযান চালায় র্যাব।
র্যাব বলছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে প্রস্তাব দেওয়া ও উত্ত্যক্তের অভিযোগ ছিল। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করেন। তারপরও তাকে বিরক্ত করা অব্যাহত থাকে।
গত ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে জোর পূর্বক তোলা হয় বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
র্যাব জানায়, মামলা হওয়ার পর সংস্থাটি ঘটনা নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ই নভেম্বর) রাত ১টার দিকে র্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র্যাব-৮ (বরিশাল) এর একটি যৌথ দল বড়লেখায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করে। আটকের পর আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
















