১৬ বছর আলো ছড়িয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক আবু মোছা

- প্রকাশের সময় : ০৮:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, অতিরিক্ত পরিচালক (অব.) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ শহীদুল হক, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুল ইসলাম লিটন, পাইলট গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো:ইয়াছিনুল হক, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক আবু মোছার হাতে মানপত্র ও উত্তোরীয় তুলে দেন সহকর্মী শিক্ষকবৃন্দ।
আবেগঘন মুহূর্তে সহকর্মী ও শিক্ষার্থীরা জানালেন, দীর্ঘ ১৭ বছর নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর নেতৃত্বে বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল দর্শন।
সহকর্মী শিক্ষকরা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, আর একজন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন দূরদর্শী ও সবার অভিভাবকসুলভ।
শিক্ষার্থীদের চোখের জল আর সহকর্মীদের আবেগমাখা স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বেদনা ও কৃতজ্ঞতার মিলনমেলা।
বিদায়ী শিক্ষক আবু মোছা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,এই বিদ্যালয়, এই শিক্ষার্থী আর এ এলাকার মানুষই আমার প্রেরণা ছিল। আমি চলে যাচ্ছি, তবে হৃদয়ের টানে এই বিদ্যালয়ের সঙ্গে আমৃত্যু জড়িয়ে থাকব।