নিউজ পোর্টালের জন্য সময়োপযোগী আকর্ষণীয় ও সম্পূর্ণ অটোমেটিক ফটোকার্ড প্লাগিন সেবা নিয়ে আসছে খন্দকার আইটি
নিউজ পোর্টালের জন্য অটোমেটিক ফটোকার্ড প্লাগিন দিচ্ছে খন্দকার আইটি
- প্রকাশের সময় : ১২:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৯০ বার পড়া হয়েছে

ডিজিটাল সাংবাদিকতার এই যুগে যেসব নিউজ পোর্টালে এখনো নিজস্ব ফটোকার্ড সিস্টেম নেই সে সকল পোর্টালের জন্য সময়োপযোগী, আকর্ষণীয় ও সম্পূর্ণ অটোমেটিক ফটোকার্ড প্লাগিন সেবা নিয়ে আসছে খন্দকার আইটি। যার মাধ্যমে মাত্র ১ ক্লিকেই প্রতিটি সংবাদের জন্য মুহূর্তেই মানসম্মত ফটোকার্ড তৈরি করা সম্ভব। এতে যেমন সময় বাঁচবে, তেমনি নিউজের ভিজ্যুয়াল আকর্ষণও বাড়বে বহুগুণ।
নিউজ পোর্টাল পরিচালনাকে আরও সহজ ও পেশাদার করতে খন্দকার আইটি’র এই সেবা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যারা এখনো ফটোকার্ড সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ও কার্যকর সমাধান।
🎯 অটোমেটিক ফটোকার্ড প্লাগিনের সুবিধা ও ফিচারসমূহ:
১। মাত্র এক ক্লিকেই সহজ ইন্সটলেশন: কোনো জটিল সেটআপ ছাড়াই মাত্র এক ক্লিকেই নিউজ পোর্টালে প্লাগিনটি ইন্সটল করা যায়। এতে সময় ও টেকনিক্যাল ঝামেলা দুটোই কমে।
২. লাইফটাইম লাইসেন্স সুবিধা: একবার কিনলেই আজীবনের জন্য ব্যবহার করা যাবে। বারবার রিনিউ বা অতিরিক্ত খরচের কোনো প্রয়োজন নেই।
৩. ৭টি চমৎকার ও প্রফেশনাল ডিজাইন: নিউজের ধরন অনুযায়ী বেছে নেওয়ার জন্য প্লাগিনটিতে রয়েছে ৭টি আধুনিক ও আকর্ষণীয় ফটোকার্ড ডিজাইন, যা সংবাদের ভিজ্যুয়াল মান বাড়ায়।
৪. লোগো পরিবর্তনের সুবিধা: নিজস্ব নিউজ পোর্টালের ব্র্যান্ডিং বজায় রাখতে সহজেই পোর্টালের লোগো যুক্ত বা পরিবর্তন করা যাবে।
৫. কাস্টম বিজ্ঞাপন বসানোর অপশন: ফটোকার্ডের ভেতরে নিজস্ব বিজ্ঞাপন যুক্ত করার সুবিধা থাকায় নিউজ শেয়ারের পাশাপাশি আয় বৃদ্ধির সুযোগ রয়েছে।
৬. সোশ্যাল মিডিয়ায় শেয়ার অপশন: এক ক্লিকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটারে ফটোকার্ডসহ নিউজ শেয়ার করা যাবে, ফলে নিউজ দ্রুত বেশি মানুষের কাছে পৌঁছাবে।
৭. পোস্ট কপি বাটন সুবিধা:সংবাদের লেখা সহজে কপি করার জন্য রয়েছে পোস্ট কপি বাটন, যা এডিটর ও পাঠক উভয়ের জন্যই সুবিধাজনক।
৮. পোস্ট ভিউ কাউন্ট দেখার সুযোগ: কতজন পাঠক পোস্ট বা নিউজটি পড়েছে তা সহজেই দেখা যাবে, যা নিউজের জনপ্রিয়তা বিশ্লেষণে সহায়ক।
৯. ২৪/৭ লাইফটাইম ফ্রি সাপোর্ট: যেকোনো সমস্যা বা প্রয়োজনের জন্য সার্বক্ষণিক লাইফটাইম ফ্রি সাপোর্ট দেওয়া হয়, যা ব্যবহারকারীদের নিশ্চিন্ত ব্যবহার সুনিশ্চিত করে।
এই প্লাগিনটির মাধ্যমে তৈরি ফটোকার্ড নিউজ শেয়ার হবে আরও দ্রুত, ভিজ্যুয়াল হবে আকর্ষণীয়, আর ব্র্যান্ডিং হবে শক্তিশালী।
👉 ভিডিওটি পুনরায় দেখতে এই লিংকে ক্লিক করুন
🛒 যেভাবে অর্ডার ও ইন্সটল করবেন:
নিউজ পোর্টালের জন্য অটোমেটিক ফটোকার্ড প্লাগিনটি অর্ডার ও ইন্সটল করা খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন-
🛒 অর্ডার করতে এই লিংকে ভিজিট করুন 👉 https://digital.khandakarit.com/product/নিউজ-পোর্টালের-জন্য-অটোম/
ধাপ–১: Buy Now বাটনে ক্লিক করুন
ধাপ–২: Proceed to Checkout এ ক্লিক করুন
ধাপ–৩: আপনার Email Address লিখুন
ধাপ–৪: Name ঘরে আপনার নাম লিখুন
ধাপ–৫: Phone Number ঘরে আপনার মোবাইল নাম্বার লিখুন
ধাপ–৬: Place Order বাটনে ক্লিক করুন (মূল্য: ৫০০ টাকা)
💳 পেমেন্ট প্রসেস
ধাপ–৭: বিকাশ / নগদ / রকেট যেকোনো একটি নির্বাচন করুন
ধাপ–৮: 01711872335 নাম্বারে ৫০০ টাকা Send Money করুন
ধাপ–৯: বিকাশ / নগদ / রকেট থেকে পাওয়া Transaction ID বক্সে লিখে Verify বাটনে ক্লিক করুন
⬇️ ডাউনলোড ও ইন্সটল
ধাপ–১০: অর্ডার সম্পন্ন হলে Download অপশন থেকে প্লাগিনটি ডাউনলোড করুন
ধাপ–১১: আপনার ওয়েবসাইটের Plugin Section-এ আপলোড করুন
ধাপ–১২: ৭টি ডিজাইন থেকে যেকোনো একটি সিলেক্ট করে আপনার লোগো সেট করুন
🤝 আপনি চাইলে সম্পূর্ণ কাজটি আমাদের মাধ্যমেও করিয়ে নিতে পারেন—
✔ 01711-872335 (বিকাশ/নগদ/রকেট) নাম্বারে ৫০০ টাকা Send Money করুন
✔ পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠান
✔ আমরা আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেইলে প্লাগিন পাঠিয়ে দেবো
🔧 এছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইটের Access বা AnyDesk Access দিলে
আমরাই প্লাগিন ইন্সটল ও সম্পূর্ণ সেটআপ করে দেবো।
খন্দকার আইটি থেকে আধুনিক ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে নিতে অথবা যেকোনো পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের সাপোর্টে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01711872335, 09639127221
হোয়াটসঅ্যাপঃ 01711872335
ইমেইলঃ support@khandakarit.com
খন্দকার আইটি’র স্পেশাল অফার গুলো পেতে পেইজ https://www.facebook.com/KhandakarIT
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন : https://chat.whatsapp.com/CdD5c4o83YnJ4CoUWYDsMp
অটোমেটিক ফটোকার্ড ডিজাইন সমূহ:

























