সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে মানববন্ধন
- প্রকাশের সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৬৮ বার পড়া হয়েছে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী। তিনি সত্য তুলে ধরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপে ছিলেন। অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা আরও বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ ও সচেতন নাগরিকরা উপস্থিত উপস্থিত ছিলেন।

























