ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাবরেজিস্ট্রার অফিসের জমিতে ব্যক্তিগত ঘর নির্মাণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মৌখিকভাবে অভিযোগ করেছেন এলাকার বিশিষ্টজনরা।

জানা যায়, সাবরেজিস্ট্রার অফিসের প্রধান প্রধান ফটকের ভিতরে ঢুকে ডান পাশে অফিস সংলগ্ন সরকারি জায়গায় নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

স্থানীয়রা জানায়, ঘরটি নির্মাণ করছেন নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের দলিল লেখক মোঃ জহির উদ্দিন।

এ ব্যাপারে জহির উদ্দিন বলেন, রেজিস্ট্রার অফিসের সীমানার ভেতর বসে দলিল লেখার জন্য সাবরেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার আমাকে অনুমতি দিয়েছেন। তবে ঘর নির্মাণের অনুমতি আছে কিনা এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।

নবীনগর সাবরেজিস্ট্রার মো. তোফাজ্জল হোসেন বলেন, বসে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অনুমতি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, ওই স্থানে আমি নিজে টিনের ঘর দেখেছি। যদি উপজেলা সাবরেজিস্ট্রার লিখিতভাবে ঘর উচ্ছেদের জন্য আবেদন করেন তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

সাবরেজিস্ট্রার অফিসের জমিতে ব্যক্তিগত ঘর নির্মাণ

প্রকাশের সময় : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মৌখিকভাবে অভিযোগ করেছেন এলাকার বিশিষ্টজনরা।

জানা যায়, সাবরেজিস্ট্রার অফিসের প্রধান প্রধান ফটকের ভিতরে ঢুকে ডান পাশে অফিস সংলগ্ন সরকারি জায়গায় নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

স্থানীয়রা জানায়, ঘরটি নির্মাণ করছেন নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের দলিল লেখক মোঃ জহির উদ্দিন।

এ ব্যাপারে জহির উদ্দিন বলেন, রেজিস্ট্রার অফিসের সীমানার ভেতর বসে দলিল লেখার জন্য সাবরেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার আমাকে অনুমতি দিয়েছেন। তবে ঘর নির্মাণের অনুমতি আছে কিনা এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।

নবীনগর সাবরেজিস্ট্রার মো. তোফাজ্জল হোসেন বলেন, বসে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অনুমতি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, ওই স্থানে আমি নিজে টিনের ঘর দেখেছি। যদি উপজেলা সাবরেজিস্ট্রার লিখিতভাবে ঘর উচ্ছেদের জন্য আবেদন করেন তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।