ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলফাডাঙ্গার কয়েকটি গ্রাম

এস কে রাজু, আলফাডাঙ্গা
  • প্রকাশের সময় : ১২:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে এক শতাধিক গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ফলিয়া, বারাংকুলা, জয়দেবপুর পানিপাড়া, হেলেঞ্চা, টিকের পাড়া, টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা চাপুলিয়া, শিকিপাড়া, চর আজমপুরে বেশ কয়েকটি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এতে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।আলফাডাঙ্গা সড়ক এক ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ রাত হওয়ায় নিরুপণ করা সম্ভব হয়নি, পরবর্তীতে জানানো যাবে।


আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, মাত্র ২০ মিনিটের ঝড়ে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বুড়াইচ ইউনিয়নের বেশ কিছু গ্রামের ক্ষতি হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলফাডাঙ্গার কয়েকটি গ্রাম

প্রকাশের সময় : ১২:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে এক শতাধিক গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ফলিয়া, বারাংকুলা, জয়দেবপুর পানিপাড়া, হেলেঞ্চা, টিকের পাড়া, টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা চাপুলিয়া, শিকিপাড়া, চর আজমপুরে বেশ কয়েকটি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এতে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।আলফাডাঙ্গা সড়ক এক ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ রাত হওয়ায় নিরুপণ করা সম্ভব হয়নি, পরবর্তীতে জানানো যাবে।


আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, মাত্র ২০ মিনিটের ঝড়ে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বুড়াইচ ইউনিয়নের বেশ কিছু গ্রামের ক্ষতি হয়েছে।